" /> দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ২৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ২৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে

735458 171

এনডিটিভি অনলাইন ডেস্ক

দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ২৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ২২ মার্চ দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড়ের সক্রিয়তা অনেকাংশে কমে আসার সম্ভাবনা প্রবল।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ রোববার (১৯ মার্চ) জানিয়েছেন, আবহাওয়া সম্পর্কিত সূচক (যেমন- ব্যাপক শক্তিশালী জেট স্ট্রিম, মেসন-জুলিয়ান দোলন) ও আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় আগামী ২৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কালবৈশাখী ঝড়ো আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গলবার। তবে ২২ মার্চ দুপুরের পর থেকে দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড়ের সক্রিয়তা অনেকাংশে কমে আসার আসার সম্ভাবনা প্রবল।

‘সেদিন দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নেত্রকোনা ও সুনামগঞ্জে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে,’ বলেন তিনি।

তিনি আরো জানান, ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় দুপুর থেকে সন্ধ্যা ও মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত কালবৈশাখী ঝড় সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (১৯ মার্চ) বিকেলের পর থেকে সোমবার দুপুর পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সোমবার ভোর থেকে সকাল ১০টার মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা পুরো বঙ্গোপসাগরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে রয়েছে যে থেকে বাষ্পীভবনের মাধ্যমে মেঘের সৃষ্টি হচ্ছে। একইসাথে খুবই শক্তিশালী মেসন-জুলিয়ান দোলনের ফলে উত্তর ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণে ব্যাপক পরিমাণ মেঘের সৃষ্টি হচ্ছে, যা একটি শক্তিশালী জেট স্ট্রিমের প্রভাবে দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়ে মেঘালয় পর্বত ও হিমালয় পর্বতের ঢাল বেয়ে আকাশে উঠে গিয়ে সম্পৃক্ত মেঘের সৃষ্টি করছে এবং প্রতিনিয়ত বৃষ্টিপাত ঘটাচ্ছে।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা