" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দারুসসালাম এবং আশুলিয়া এলাকায় আলাদা দুইটি অভিযানে তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৪। আটককৃতরা হলেন- মো. শরীফ, মো. আরিফ হাসান এবং মো. সিরাজ মোল্লা। এ সময়ে তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা ও আট হাজার ৮২০ পিস টেপেন্টাডল উদ্ধার করা হয়। রবিবার বিকালে র্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শমিবার সকালে র্যাব-৪ এর পৃথক দুইটি দল রাজধানীর দারুসসালাম ও আশুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. শরীফ, মো. আরিফ হাসান এবং মো. সিরাজ মোল্লা নামের তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা ও আট হাজার ৮২০ পিস টেপেন্টাডল উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক চোরাকারবারি। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী জায়গা অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ও ঢাকার নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আটককৃক মো. শরীফ ও মো. আরিফ হাসানের বাড়ি কুমিল্লায় আর মো. সিরাজ মোল্লার বাড়ি চাঁদপুর জেলায়।
এনডিটিভি,এসইই