" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
সকাল থেকেই মেঘে ঢাকা ছিল রাজধানী। ধীরে ধীরে গুঁড়িগুঁড়ি থেকে শুরু হয় ঝুম বৃষ্টি! কিছু সময় ঢাকাবাসীকে স্বস্তি দিয়ে বিদায় নেয়। এখন আকাশ ঝকঝকে। তবে সূর্যের তীব্রতা নেই।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদফতরের নিয়মিত বুলেটিনে আরো বলা হয়, এর সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এতে আরো বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এনডিটিভি,এসইই