" /> কর্মচারীদের অফিসে ফেরাতে মরিয়া নামী কোম্পানিগুলো – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

কর্মচারীদের অফিসে ফেরাতে মরিয়া নামী কোম্পানিগুলো

735350 153 1

এনডিটিভি অনলাইন ডেস্ক

করোনা মহামারীর কারণে ‘ওয়ার্ক ফ্রম হোমের’ ওপরই জোর দিয়েছিল বিশ্বের প্রায় সমস্ত বহুজাতিক সংস্থা। কর্মচারীদের সুরক্ষার কথা ভেবেই তাদের বাড়ি বসে কাজের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু চলতি বছর তাদের অফিসে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে নামী সংস্থাগুলো।

এই তালিকায় রয়েছে মেটা, আমাজন, স্টারবাকসের মতো কোম্পানিগুলো।

বিশ্বজুড়ে মন্দার পরিস্থিতিতে সম্প্রতি বিপুল পরিমাণ কর্মচারী ছাঁটাই করেছে মেটা, গুগল, মাইক্রোসফট, টুইটার, আমাজনসহ একগুচ্ছ প্রথম সারির সংস্থা। তবে এবার বহু সংস্থা কর্মচারীদের অফিসে বসে কাজের অভ্যাস ফেরাতে চাচ্ছে।

জানা গেছে, মহামারীর পর থেকে যুক্তরাষ্ট্রে অফিসে কর্মচারী ফেরার হার ৫০ শতাংশ হয়েছে। একাধিক কোম্পানির সিইওর দাবি, তরুণ কর্মচারী কিংবা ম্যানেজাররা বাড়িতে বসে ততটা কাজ করতে পারছেন না, যতটা তারা অফিসে করেন।

জানা গেছে, আগামী ১ মে থেকে কর্মীদের সপ্তাহে তিন দিন অফিস আসতে বলেছে আমাজন। একই রকম বার্তা দেয়া হয়েছে জেনারেল মোটর্সের কর্মচারীদেরও। এছাড়াও ওয়াল্ট ডিজনি, মেটা, স্টারবাকস কর্পস, ওয়ালমার্টের মতো কোম্পানিগুলোও অফিসে কর্মচারী ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা