" /> আইপিএল খেলতে জাতীয় দল থেকে ছুটি চেয়েছেন সাকিব-লিটন – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন

আইপিএল খেলতে জাতীয় দল থেকে ছুটি চেয়েছেন সাকিব-লিটন

735351 184

এনডিটিভি অনলাইন ডেস্ক

আইপিএলে অংশ নিতে জাতীয় দল থেকে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। ইতোমধ্যেই বিসিবি’র কাছে ছুটি চেয়ে চিঠিও দিয়েছেন তারা। যদিও এই চিঠির জবাব এখনো দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে এখনো দুল্যমান সাকিব-লিটনের ‘আইপিএল’ ভাগ্য।

আইপিএলের এবারের আসরে সাকিব ও লিটন দাস উভয়েই খেলার সুযোগ পেয়েছেন কলকাতার হয়ে। অবশ্য জাতীয় দলের ব্যস্তসূচির কারণে পুরো আসরে যে এই দুই বাংলাদেশীর সার্ভিস পাবে না তারা, তা বুঝেই তাদের দলভুক্ত করে কলকাতা।

শুরুর দিকে বেশ কড়া অবস্থানে থাকলেও ধীরে ধীরে নমনীয় হচ্ছে বিসিবি। জাতীয় দলের খেলা চলাকালীন আইপিএলের জন্য ক্রিকেটারদের ছাড়তে রাজি ছিল না তারা। তবে সময়ের সাথে নিজেদের অবস্থান থেকে সরে আসছে তারা, কোমল হয়েছে তাদের মনোভাবনা।

আইপিএল ইস্যু নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তারা আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি, তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি ওদের এনওসি দেয়া হবে কি হবে না এই বিষয়ে।’

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা