" /> অজি পেসে ধরাশায়ী ভারত, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের হার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন

অজি পেসে ধরাশায়ী ভারত, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের হার

735404 181

4 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

মাত্র ১১ ওভারের দাপুটে ব্যাটিং। আর তাতেই ধরাশায়ী ভারত। না, এটি কোনো টি-টোয়েন্টি ম্যাচের ফল নয়। রোহিত শর্মাদের এভাবেই একদিনের ম্যাচে হাসতে হাসতে হারাল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১০ উইকেটে বিরাট জয় পেলেন স্টিভ স্মিথরা।

চলতি সিরিজের প্রথম ম্যাচে শ্যালকের বিয়ের জন্য ছুটি নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। হার্দিকের নেতৃত্বে সেই ম্যাচে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই করেই জিততে হয় ভারতকে। তবে বিশাখাপত্তনমে রোহিত ফিরলেও জয় অধরাই রয়ে গেল।

গত ম্যাচের মতো এদিনও অজি পেসের সামনে একেবারে অসহায় আত্মসমর্পণ করলেন গিল, রোহিত, রাহুল, হার্দিকরা। দলের হয়ে সর্বোচ্চ রান বিরাট কোহলির (৩১)। অক্ষর প্যাটেল অপরাজিত ২৯ রান করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও টেল এন্ডাররা ক্রিজে টিকতে পারেননি।

মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ভারত। শ্রেয়াস আয়ারের অনুপস্থিতিতে সূর্যকুমারকে দলে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিন শূন্য রানে আউট হন তিনি।

বৃষ্টিভেজা বিশাখাপত্তনমে টস হেরে ব্যাটিং করতে নামতে হয়েছিল ভার‍তকে। স্যাঁতসেতে পরিবেশে প্রথম ওভার থেকেই আঘাত হানেন স্টার্ক। তারপর একে একে তুলে নেন পাঁচটি উইকেট। ২৩ রান দিয়ে তিনটি উইকেট ঝুলিতে ভরেন অ্যাবট।

এমন রান নিয়ে প্রতিপক্ষের সামনে ঢাল হয়ে দাঁড়ানো যে অত্যন্ত কঠিন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় পেসার কিংবা স্পিনাররা অজিদের সামনে কোনো বাধাই তৈরি করতে পারলেন না।

ওপেনিং জুটি ট্রেভিস হেড (৫১) ও মিচেল মার্শই (৬৬) হাসতে হাসতে জিতিয়ে দেয় অজিবাহিনীকে। ওয়ানডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।

সিরিজ জিততে চেন্নাইয়ে তৃতীয় ওয়ানডে জিততেই হবে ভারতকে। এই সিরিজকেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সেখানে দলের এমন লজ্জাজনক হার নিঃসন্দেহে চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা