" /> বিএসএমএমইউর উপাচার্য লেখা ‘সাম্প্রতিক কলাম’ গ্রন্থটি রাষ্ট্রপতির হাতে তুলে দিলেন – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন

বিএসএমএমইউর উপাচার্য লেখা ‘সাম্প্রতিক কলাম’ গ্রন্থটি রাষ্ট্রপতির হাতে তুলে দিলেন

985b5967 23a1 44a1 a433 ac91f0f552ee min

এনডিটিভি অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদের বিভিন্ন লেখা নিয়ে প্রকাশিত ‘সাম্প্রতিক কলাম’ গ্রন্থটি গত ১৩ই মার্চ তারিখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিএসএমএমইউর চতুর্থ সমাবর্তন শেষে চ্যান্সেলর ও বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে তুলে দেন।

8b4b2565 0544 424e b549 b3af741295ae min

‘সাম্প্রতিক কলাম’ গ্রন্থটিতে বঙ্গবন্ধুর দর্শন, বর্তমান সরকারের অর্জনসমূহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ পদপেক্ষসমূহ, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অধিকার, বিভিন্ন জাতীয় দিবসসহ দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা একটি গ্রন্থ। শনিবার সন্ধ্যায় বিএসএমএমইউর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি, সংসদ সদস্য ও বিএসএমএমইউর সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত, এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা