" /> করোনায় মৃত-আক্রান্ত কমেছে – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন

করোনায় মৃত-আক্রান্ত কমেছে

735099 192

4 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত কমেছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৮২ হাজার ৬৩৬ জন। মারা গেছে এক হাজার ৭১৩ জন।

গতকাল শুক্রবার আক্রান্ত হয়েছিল দুই লাখ ২৩ হাজার ৯৫৮ জন। মারা গিয়েছিল দুই হাজার ১৪৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৪৯৯ জন। মারা গেছে ৬৮ লাখ ১৮ হাজার ৭৩৫ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৫৩ লাখ এক হাজার ২৩৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৩৯০ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫১ হাজার ২৫৩ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৫০৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৯৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৬১০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৩১৪ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৩৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৯ হাজার ৬৬১ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৫১৪ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৬৩৪ জনের।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা