" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
ক্রিকেটের তীর্থস্থান ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ খেলা বাংলাদেশী ক্রিকেটারদের জন্য যেন সোনার হরিণ সমতুল্য। গত এক যুগে, তথা ২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর দ্বিপক্ষীয়ক সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। তবে সহসাই মিলছে সেই সুযোগ, তবে ইংল্যান্ডের বিপক্ষে নয়; ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা।
আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে শেষ সিরিজটি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মাস খানেক পরেই যে সিরিজটি মাঠে গড়াবে তা জানাই ছিল, তবে ঠিক কোথায় খেলা হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে জানা গেল ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে এই সিরিজ। ৯, ১২ ও ১৪ মে মাঠে গড়াবে সিরিজের তিনটি ওয়ানডে।
ইতোমধ্যে ওয়ানডে সুপার লিগ নিশ্চিত করে ফেলা বাংলাদেশের জন্য সিরিজটি শুধু মান রক্ষার, তবে আয়ারল্যান্ডের জন্য সিরিজটি হবে বাঁচা-মরার লড়াই। আয়োজক ভারতসহ সুপার লিগের ৭ দল নিশ্চিত হয়ে গেছে। বাকি একটা স্থান নিয়ে লড়াই চলছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মাঝে।
ফলে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ডের সামনে। সুবাদে বৃষ্টির মৌসুমের কথা মাথায় রেখে নিজ দেশ ছেড়ে ইংল্যান্ডে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজটি খেলবে আইরিশরা। অন্যথায় সরাসরি বিশ্বকাপের সুপার লিগ পর্ব খেলতে মিস করবে আয়ারল্যান্ড, খেলতে হবে বাছাইপর্ব।
এর আগে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল সফরটিতে। তবে দুই বোর্ডের সমঝোতায় বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজটি।
এনডিটিভি,এসইই