" />
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে সরকার-সমর্থকরা ভোটগ্রহণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
দু’দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার কেবল আওয়ামী লীগসমর্থিত আইনজীবীদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।এদিন পাঁচ শতাধিক পুলিশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে।
এদিকে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা দফায় দফায় বিক্ষোভ করছেন। ওই বিক্ষোভে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী আবেদ রাজা খোরশেদ মিয়া আলম, মো: আক্তারুজ্জামান, মো: কামাল হোসেন, মো: মাহবুবুর রহমান খান, মাহফুজুর রহমান মিলন, মো: মাকসুদ উল্লাহ, মো: কাইয়ুমসহ কয়েক শ’ আইনজীবী।
এ সময় আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা পাল্টা স্লোগান দিয়ে তাদের ধাওয়া দেয়। এতে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হয়। সেটা প্রায় বেলা দেড়টা পর্যন্ত চলতে থাকে। এরপর বিএনপি-সমর্থক আইনজীবীরা ভোটকেন্দ্রের সামনে থেকে চলে আসে।
এর আগের দিন বুধবারও বিএনপি-সমর্থক আইনজীবীদের সাথে পুলিশ ও সরকার-সমর্থক আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। বেলা সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের কক্ষসহ বেশ কয়েকটি আইনজীবীদের কক্ষের কাঁচ ভাঙচুর করা হয়। পরে পুলিশ বিএনপি-সমর্থক আইনজীবীদের ধরতে অ্যাকশানে যায়।