" /> শি জিনপিং অভিনন্দন জানিয়ে বিপাকে কেরালার মুখ্যমন্ত্রী – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন

শি জিনপিং অভিনন্দন জানিয়ে বিপাকে কেরালার মুখ্যমন্ত্রী

734402 18

এনডিটিভি অনলাইন ডেস্ক

চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছিলেন কেরালার বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাতেই ক্ষুব্ধ বিজেপি। শি জিনপিং-কে সম্প্রতি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করেছে চীনের পার্লামেন্ট। এর ফলে আরো পাঁচ বছর চীন শাসন করবেন তিনি। নির্বাচিত হওয়ার পর শি-কে অভিনন্দন জানিয়েছিলেন বিজয়ন। আর তাতেই বিপাকে পড়েছেন তিনি। বিজেপি শিবির কঠোর সমালোচনা শুরু করেছে তার।

সামাজিক মাধ্যম টুইটে বিজয়ন লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী চীনে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য জিনপিং-কে অভিনন্দন। বিশ্ব রাজনীতিতে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে আছে।’

বিজয়নের এই টুইটের পরেই টুইটারে সমালোচনার ঝড় ওঠে।

বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রী বিজয়ন কোচির বর্জ্য শোধনাগারে আগুন লাগা নিয়ে একটি কথাও বলেননি। অথচ শি-জিনপিংকে অভিনন্দন জানাতে ভুলেননি।

কারো বক্তব্য, বিজয়ন ভুলে গেছেন, ২০২০ সালে গালওয়ানে কিভাবে চীনের সেনা ভারতীয় জওয়ানদের মেরেছিল। কেউ কেউ নিহত সেনার পরিবারের কাছে বিজয়নকে ক্ষমা চাইতে বলেন।

রাজনৈতিক এই বিতণ্ডায় কোনো উত্তর দেননি বিজয়ন। সিপিএম’র পক্ষ থেকেও কোনো বিবৃতি দেয়া করা হয়নি।

সূত্র : ডয়চে ভেলে

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা