" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
‘বাজে ফিল্ডিং’ কম ভোগায়নি বাংলাদেশকে, অনেক জেতা ম্যাচ হাত ফসকেছে ফিল্ডিং ব্যর্থতাতে। তবে এবার সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ, দলকে সেই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে চান সাকিব আল হাসান। এশিয়ার অন্যতম সেরা ফিল্ডিং দল হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে চান তিনি।
ইংল্যান্ডকে ধবলধোলাই শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়ার। মনে হয় না আমরা খুব বেশি পিছিয়ে আছি। আমি বলব, এ দলটা হয়ত এশিয়ার সেরা ফিল্ডিং দল।’ কেন এমন দাবি করলেন সাকিব, তাও স্পষ্ট করেন তিনি, ‘সাধারণ যেকোনো মানুষেরই চোখে পড়েছে, তিন ম্যাচে যেমন ফিল্ডিং করেছি। ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল, আমরা তাদের থেকে ভালো ফিল্ডিং করেছি। সে জায়গা থেকে অনেক বড় টিক মার্ক।
সবচেয়ে বড় উন্নতি ফিল্ডিংয়ে। যেটা সব সময়ই করা উচিত।’ ভুল বলেনি সাকিব, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফিল্ডিং উপহার দিয়েছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে এমন চটপটে এর আগে কখনো দেখা যায়নি টাইগারদের। এমনকি ইংল্যান্ড দলের থেকেও ফিল্ডিংয়ে বেশি প্রাণবন্ত দেখা গেছে সাকিব-শান্তদের। বিশেষ করে শেষ ম্যাচে ফিল্ডিং দিয়েই বলা যায় বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন মেহেদী মিরাজ। অবিশ্বাস্য থ্রোতে রান আউট করেন ভয়ঙ্কর হয়ে উঠা জশ বাটলারকে। দলের এমন ফিল্ডিং পারফরম্যান্সে মুগ্ধ সাকিব আরো বলেন, ‘তিনটা ম্যাচেই আমরা অসাধারণ ফিল্ডিং করেছি। টি-টোয়েন্টিতে যেখানে দুই রান, চার রান বা ১০-১৫ রান অনেক বড় পার্থক্য গড়ে দেয়, সেখানে অনেক বড় একটা টিক মার্ক দিয়েছি এবার।’
এনডিটিভি,এসইই