" /> জাপানে কাজ না করায় এমপিকে বহিষ্কার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:১২ অপরাহ্ন

জাপানে কাজ না করায় এমপিকে বহিষ্কার

734391 111

এনডিটিভি অনলাইন ডেস্ক

কোনো কাজ না করায় জাপান পার্লামেন্ট আইনপ্রণেতা ওশিকাজু হিগাশিতানিকে বহিষ্কার করেছে। গত ৭০ বছরের মধ্যে দেশটিতে এই প্রথম কোনো এমপিকে বহিষ্কার করা হলো।

জনপ্রিয় ওশিকাজু ইউটিউবার থেকে পার্লামেন্টের আইনপ্রণেতা হন।

জাপান পার্লামেন্টের উচ্চকক্ষ মঙ্গলবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার করা হয়।

মাসের পর মাস ধরে পার্লামেন্টে অনুপস্থিতি থাকায় মার্চের প্রথম দিকে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি পার্লামেন্টারি সেশনে উপস্থিত হননি।

হিগাশিতানি (৫১) পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ২০২২ সালের নির্বাচনে। কিন্তু, উপস্থিতির প্রয়োজন সত্ত্বেও তিনি কখনই পার্লামেন্টের কোনো সেশনে অংশ নেননি।

বরং সাবেক ব্যবসায়ী ও পরে ইউটিউবার হওয়া ওশিকাজু হিগাশিতানি দুবাইয়ে তার বাড়িতেই অবস্থান করছিলেন। তার দাবি তিনি জাপান ফিরে গেলে তাকে আটক করা হতে পারে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, দেশটিতে ১৯৫১ সালের পর এই প্রথম কোনো পার্লামেন্ট সদস্যকে বহিষ্কার করা হলো।
সূত্র : বাসস

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা