" /> ভূরুঙ্গামারীতে ভূমি বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করা হয়েছে – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ভূমি বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করা হয়েছে

ffa7109f 39f7 4c81 9aef f43f6557507d

8 / 100

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর উপজেলা বাসীকে যেমন অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দিয়েছে। তোমনি দুই দেশের দৃষ্টি নন্দন সীমানা দেখতে প্রতিদিন সেখানে যায় শত শত মানুষ। সেখানে একটা পিকনিক স্পট একটি বিশ্রামাগারের অনেক দিনের দাবী ছিল উপজেলা বাসির।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলার সোনাহাট ভূমি অফিসে আধুনিক মানের জনবান্ধব অভ্যর্থনা, সেবাকেন্দ্র ও বোনিক্যাল গার্ডেনের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকা বাসির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রায় আট লাখ টাকা ব্যয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পটি বাস্তবায়ন করেন।

সরজমিনে গিয়ে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার কাছাকাছি অবস্থিত সোনাহাট ভুমি অফিসটির প্রায় ৩ একর নিজস্ব জায়গা রয়েছে। এতে একটি বিরাট পুকুর, খেলার মাঠ, কলাবাগান, পাশেই রয়েছে পরিত্যক্ত রেলের জায়গা। এ সকল জায়গা মনোরঞ্জন ও দৃষ্টি নন্দন করার জন্য সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ। বাগানের মাঝখানে বানানো হয়েছে দর্শানার্থীদের বিশ্রামের জন্য গোল ঘর। ইতোমধ্যে জায়গাটি উপজেলা বাসীর কাছে পিকনিক স্পট হিসাবে খ্যাতি অর্জন করেছে এবং প্রায় প্রতিদিন বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিকনিক খেতে আসেন।

অপরদিকে সোনাহাট স্থলবন্দর ও দু’দেশের সীমান্ত দর্শনের জন্য আগত দর্শনার্থীরা এখানে এসে আনন্দের সাথে কিছু সময় মন প্রাণ জুড়িয়ে নেন।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা