" /> দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন আক্রান্ত – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন আক্রান্ত

image 82740 1678809490

এনডিটিভি অনলাইন ডেস্ক

ঢাকা, ১৪ মার্চ, ২০২৩ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আগের দিন ২ হাজার ৯১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৭ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ২২ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিল দশমিক ৩৩ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৫৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ২৯ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯৩৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৬ হাজার ৬৯৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৪৭ শতাংশ।
এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা