" /> অনুমোদনহীন সামগ্রী উৎপাদনের অভিযোগে ১০ প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন

অনুমোদনহীন সামগ্রী উৎপাদনের অভিযোগে ১০ প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা

6c8c1c61 ade6 4bb0 96e8 bbb4d05dcef2 min

6 / 100

নিজস্ব প্রতিবেদক

অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীর, লালবাগ, বংশাল, ওয়ারি ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালায় র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র‌্যাবের মূখ্য হাকিম মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারি, কামরাঙ্গীর, লালবাগ, বংশাল ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযানে বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ওই ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১০ টি প্রতিষ্ঠানকে মোট ২৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।

177e8fee 9c1b 487e a87a 4e30df7ae6fb min

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজু ক্যাবলস্ যাত্রাবাড়ী ’কে নগদ আড়াই লাখ টাকা, ইমরান ইলেকট্রনিক্স যাত্রাবাড়ী’কে নগদ পাঁচ লাখ টাকা, বাংলাদেশ ট্রাস্ট ক্যাবলস্ যাত্রাবাড়ী’কে নগদ দুই লাখ টাকা, এসপ্রেস লুব্রিকেন্টস ফতুল্লা’কে নগদ পাঁচ লাখ টাকা, সিটি প্লাইউড ইন্ডাস্ট্রিজ কামরাঙ্গীর’কে নগদ দুই লাখ টাকা, ঢাকা প্লাইউড ইন্ডাস্ট্রিজ কামরাঙ্গীর’কে নগদ এক লাখ টাকা, ইমরান কেমিক্যাল কামরাঙ্গীর’কে নগদ এক লাখ ১০ হাজার টাকা, বিআরডি ক্যাবলস্ কামরাঙ্গীর লালবাগ’কে নগদ দুই লাখ টাকা, মুসা ক্যাবলস্ বংশাল’কে নগদ দুই লাখ টাকা, সিলভি ক্যাবলস্ ওয়ারী’কে নগদ দুই লাখ টাকা, ওমর ক্যাবল কারখানা ওয়ারী’কে নগদ দুই লাখ টাকা জরিমানা করেন।
র‌্যাবের ভাষ্যমতে, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা