" /> ১১ বছরের শিশুকে ধর্ষণ করল দুই কিশোর – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন

১১ বছরের শিশুকে ধর্ষণ করল দুই কিশোর

2bf14ec5 6311 4cbe acde 2d3d645db301

সুনামগঞ্জ প্রতিনিধি

১১ বছরের এক শিশুকে দুই কিশোর মিলে
ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এর পর থেকে শিশুটির পরিবার গরিব ও অসহায় থাকায় স্থানীয় মাতব্বরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভিকটিমের অসহায় পরিবারকে আইনী সহায়তা না নিতে বাধা প্রদান করে। খবর পেয়ে পুলিশ এসে হাসপাতালে পাঠিয়েছে।

এমনি ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত-রাতে
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা (কলোনি) গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি রাস্তায় বের হলে একই গ্রামের আবুল কালামের পুত্র সজিব (২২) ও আব্দুল জলিলের পুত্র শরিফ (২০) দুইজন মিলে শিশুটির মুখ চেপে ধরে হকনগর শহিদমিনার রেস্ট হাউজের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত শিশু বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে তার পরিবার। ওইদিন রাত থেকে স্থানীয় মাতব্বরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভিকটিমের অসহায় পরিবারকে আইনী সহায়তা না নিতে বাধা প্রদান করে। ধর্ষিতার ভিডিও বক্তব্য প্রকাশ এবং ঘটনা জানাজানি হয়ে গেলে খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ রোববার বিকেলে ঘটনাস্থলে পরিদর্শন করে ভিকটিমকে ওইদিনই সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আল আমিন জানান, ধর্ষণের বিষয়টি শুনে আমি ভিকটিমের পরিবারকে আইনী আশ্রয় নেওয়ার কথা বললে তারা অপরাগতা প্রকাশ করেন। পরে শুনেছি রোববার বিকেলে পুলিশ এসে হাসপাতালে পাঠিয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, রোববার ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে পুলিশ হেফাজতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে। এই বিষয় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা