" /> মুক্তাগাছাকে মডেল উপজেলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন

মুক্তাগাছাকে মডেল উপজেলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

image 82541 1678717670

8 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

ঢাকা , ১৩ মার্চ, ২০২৩ (বাসস) : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছাকে মডেল উপজেলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে প্রথমে একটি ইউনিয়নকে বেকারমুক্ত করা হবে।
তিনি বলেন, এজন্য কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সহযোগিতা নিয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে।
আজ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’ আয়োজিত ‘এন্ট্রেপ্রিনিউর মাস্টার ক্লাস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যোগ্যতার মূল্যায়ন ও নেতৃত্বের বিকেন্দ্রীকরণ না করলে কোনো সংগঠনই স্থায়ীত্ব লাভ করে না। উই নারী উদ্যোক্তা তৈরিতে এবং নারীদের তৈরি পণ্য প্রদর্শনীসহ নারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা