" /> মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন ইউজিসি সদস্য ড. আবু তাহের – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন

মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন ইউজিসি সদস্য ড. আবু তাহের

image 82532 1678715854

5 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

ঢাকা, ১৩ মার্চ, ২০২৩ (বাসস): দেশের আর্থিক সেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
আজ ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের দু’জন কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবু তাহেরের হাতে এই সম্মাননা পদক, উত্তরীয় ও সার্টিফিকেট তুলে দেন।
এসময় কমিশনের সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. আবু তাহের ২০২০ সালের সেপ্টেম্বরে ইউজিসিতে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। এছাড়া তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জীবন বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন।
দেশ ও বিদেশে আবু তাহেরের ১০৭টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত ব্যবসায় প্রশাসন বিষয়ক ১৫টি গ্রন্থ অনার্স এবং মাস্টার্স পর্যায়ে পাঠ্য হিসেবে পঠিত হচ্ছে।
এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা