" /> ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২২ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত

IMG 20230313 165703 min

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই শিক্ষা সপ্তাহ পালিত হয়। শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ হল রুমে চিত্রাঙ্কন ও শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে র‍্যালি নিয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এতে অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি, বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নূরন্নবী চৌধুরী খোকন চেয়ারম্যান উপজেলা পরিষদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান জালাল উদ্দিন মন্ডল, ইউআরসি ইনস্ট্রাকটর আতিকুর রহমান, সহকারি শিক্ষক সমাজের সভাপতি আলাউদ্দিন ও সম্পাদক সোহেল রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা