" /> বান্দরবানে প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ জঙ্গি গ্রেফতার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বান্দরবানে প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ জঙ্গি গ্রেফতার

image 82550 1678720350

এনডিটিভি অনলাইন ডেস্ক

বান্দরবান, ১৩ মার্চ, ২০২৩ (বাসস): বান্দরবানে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন ওরফে চম্পাইসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
এ সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রোববার (১২ মার্চ) দিবাগত রাতে বান্দরবানের টংকাবতী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার সকালে বান্দরবান জেলা পরিষদ মিলানায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব। সেখানে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতজঙ্গিরা হচ্ছে- কুমিল্লা সদরের আব্দুর রহিমের ছেলে মো. দিদার হোসেন ওরফে মাসুম ওরফে চাম্পাই (২৫), নারায়ণগঞ্জ জেলা সদরের মো. ইউনুস সর্দারের ছেলে আল আমিন সর্দার ওরফে আব্দল্লাহ ওরফে বাহাই (২৯), ঢাকার কামরাঙ্গীর চরের মো. আবুল কালাম ওরফে সাইনুন ওরফে রায়হান ওরফে হুজাইফা (২১), সিলেট জেলার বিয়ানীবাজারের কামাল আহম্মেদ চোধুরীর ছেলে তাহিয়াত চৌধুরি ওরফে পাভেল ওরফে হাফিজুল্লাহ ওরফে রিতেং (১৯), সিলেট জেলার শাহপরান এলাকার আব্দুল কাদিরের ছেলে মো. লোকমান মিয়া (২৩), কুমিল্লা জেলার লাকসামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. ইমরান হোসেন ওরফে সাইতোয়াল ওরফে শান্ত (৩৫), ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুরের আনোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন (২১), বরিশাল জেলা সদরের ফারুক হাওলাদারের ছেলে মো. আরিফুর রহমান ওরফে লাইলেং (২৮), ময়মংসিংহের ফুলপুরের মো. গিয়াস উদ্দিনের ছেলে শামিম মিয়া ওরফে রমজান ওরফে বাকলাই (২৪) ।
খন্দকার আল মঈন বলেন,গ্রেফতারকৃতদের কাছ থেকে বন্দুক, আগ্নেয়াস্ত্র , গোলাবারুদ, বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করা হয়।
আল মঈন বলেন, সংগঠনটির আমির নির্দেশ দিয়েছেন তাদেরকে নিরাপদে থাকার জন্য। র‌্যাবের অব্যাহত অভিযানের কারণে তারা এখন পাহাড়ে নিজেদের নিরাপদ মনে করছে না, তাই তারা এখন সমতলের দিকে আত্মগোপনের চেষ্টা করছে। তবে তারা আত্মগোপনে নাকি সংগঠনের আমিরের নির্দেশে অনুযায়ী তাদের পরবর্তী কোন কার্যক্রম রয়েছে কিনা সেটা তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারব ।
এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা