" /> বঙ্গবন্ধু কাবাডি : জয়ে শুরু বাংলাদেশের – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কাবাডি : জয়ে শুরু বাংলাদেশের

image 82537 1678716764

5 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

ঢাকা, ১৩ মার্চ, ২০২৩ (বাসস) : বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপা মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ সোমবার উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৫০-২২ পয়েন্টে জয় নিয়ে ম্যাট ছেড়েছে বাংলাদেশ দল। যদিও খেলার প্রথমার্ধে ১৪-১১ পয়েন্টে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। অধিনায়ক তুহিন তরফদার ও অন্য রেইডারদের দক্ষতায় পরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার। পুরস্কার হাতে তুহিন তরফদার বলেন, ‘ভেবেছিলাম প্রথম ম্যাচটা সহজ হবে। কিন্তু পোল্যান্ড আমাদের ভাবনায় ফেলে দিয়েছিল, যখন তারা ১৪-১১ পয়েন্টে এগিয়ে যায়। যদিও শেষ পর্যন্ত আমরা ওভারকাম করতে পেরেছি। এখন কেবল সামনে এগিয়ে যাওয়ার পালা।’
তিনি যোগ করেন, ‘এখানে আসার আগে পোল্যান্ড অনেক অনুশীলন করেছে। আমাদের দলে ছয়জনের অভিষেক হয়েছে। তরুণ খেলোয়াড়রা কিছু ভুলও করেছিল প্রথম দিকে। তাই পিছিয়ে পড়েছিলাম। পরে তাদেরকে নির্ভয় দিলে সাহস বাড়ে।’ আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষে লড়বে স্বাগতিকরা।
এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা