" /> এপেক্স-এর নিজস্ব ব্র্যান্ড ম্যাভরিক’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বেইজবাবা সুমন – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন

এপেক্স-এর নিজস্ব ব্র্যান্ড ম্যাভরিক’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বেইজবাবা সুমন

733473 147

এনডিটিভি অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিখ্যাত রকস্টার এবং বাংলাদেশী রক ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন পরিচিত হলেন এপেক্স হাউস-এর ম্যাভরিক ব্র্যান্ড-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এপেক্স -এর সোশ্যাল মিডিয়া পেইজে পাবলিশড ম্যাভরিক সামার কালেকশন ক্যাম্পেইন লঞ্চ ভিডিও এর মাধ্যমে এই পার্টনারশিপের যাত্রা শুরু হয়েছে।

এপেক্স হাউস-এর ম্যাভরিক একটি লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড। এই ব্র্যান্ড তাদের জন্য, যারা নিজের মতো করে, নিজের স্টাইলের মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করে। ম্যাভরিক-এর ব্র্যান্ড মটো হলো ‘ফ্রি টু বি’, এবং তার মাধ্যমে ম্যাভরিক নিশ্চিত করে যারা নিজেকে নিজের মতো করেই সবসময় এগিয়ে নিতে চান তাদের জন্য সম্পূর্ণ পোশাক।

এই ক্যাম্পেইনে বাংলাদশের মিউজিক জগতের সর্বকালের সেরা বেইজ গিটারিস্ট হিসেবে বেইজবাবা সুমনকে তার নিজস্ব স্টাইলেই দেখানো হয়েছে। এছাড়া তার সিগনেচার স্টাইল, অথেন্টিসিটি, ইউনিকনেস ম্যাভরিক-এর মতো ফ্রিডম-লাভিং ব্র্যান্ডের সাথে একদম আইডিয়ালি মিলে গেছে। আমরা আশা করছি ম্যাভরিক এবং বেইজবাবা সুমন-এর এই যাত্রা সফল হোক।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা