" /> অন্য খেলোয়াড়দের পরীক্ষা করতেই মাহমুদুল্লাহকে বিশ্রাম দেয়া হয়েছে : বাশার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

অন্য খেলোয়াড়দের পরীক্ষা করতেই মাহমুদুল্লাহকে বিশ্রাম দেয়া হয়েছে : বাশার

image 82544 1678718727

এনডিটিভি অনলাইন ডেস্ক

ঢাকা, ১৩ মার্চ ২০২৩ (বাসস) : বাদ নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি জানান, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ সেরা কম্বিনেশন তৈরি করার লক্ষ্যে অন্যান্য খেলোয়াড়দের পরীক্ষা-নিরিক্ষা করতেই বিশ্রাম দেয়া হয়েছে মাহমুদুল্লাহকে।
আজ বাশার বলেন, ‘মাহমুদুল্লাহকে বিশ্রাম দেয়া হয়েছে। সে একজন পরীক্ষিত ক্রিকেটার এবং তার দক্ষতার আর পরীক্ষার প্রয়োজন নেই। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট খেলতে হলে প্রমাণ করতে হবে না তাকে। কিন্তু অন্য খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করতে হবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ জাকির হোসেন। এছাড়াও দলে ফিরেছেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী।
মাহমুদুল্লাহর জায়গায় নেয়া হয়েছে ইয়াসিরকে। অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গায় ইয়াসিরকে পরীক্ষা করতে চায় নির্বাচকরা।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৭১ রান করেন মাহমুদুল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলের বিপদের সময় নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। পাশাপাশি তার স্ট্রাইক রেট ও বাজে ফিল্ডিংও উদ্বেগের বড় কারন ছিলো।
ইতোমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টি দলেও নিজের জায়গা হারিয়েছেন তিনি। এবার ওয়ানডে দল থেকে বাদ পড়ায় মাহমুদুল্লাহর ভবিষ্যত হুমকির মুখে পড়েছে।
বাশার আরও বলেন, ‘তার (মাহমুদুল্লাহ) জায়গায় কাউকে যদি নিতে হয় তাকে পরীক্ষা দিতে হবে। এজন্যই বিশ্রাম দেয়া হয়েছে তাকে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে তিনটি বিশ্বকাপ খেলেছেন মাহমুদুল্লাহ। এটি তার জন্য নতুন কিছু নয়। কিন্তু আমাদের কিছু বিকল্প তৈরি করতে হবে। কারণ আপনি কখনওই জানেন না টুর্নামেন্টের আগে এবং টুর্নামেন্টের মাঝখানে কি হতে পারে। কেউ ইনজুরিতে পড়তে পারে, কারো সমস্যা হতে পারে। তাই কিছু খেলোয়াড়কে প্রস্তুত রাখতে হবে।’

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা