" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় শনিবার রাতে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে দেড় ঘণ্টার প্রচেষ্টায় স্বাভাবিক হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থান করা অন্য একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ট্রেনটিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ত্যাগ করে।
তবে বর্তমানে সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি
এনডিটিভি,এসইই