" /> করোনা আক্রান্ত ৬৫ হাজার ৭৮৩, মৃত ৬৮১ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন

করোনা আক্রান্ত ৬৫ হাজার ৭৮৩, মৃত ৬৮১

733658 177

এনডিটিভি অনলাইন ডেস্ক

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৭৮৩ জন। মারা গেছে ৬৮১ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৬৪ জন। মারা গেছে ৬৮ লাখ ১১ হাজার ৬৮১ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ২৮৯ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৫৬ লাখ এক হাজার ৪৭০ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৪৮ হাজার ৭৮০ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৯৬৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৮০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৩৭২ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ১৬৩ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮২ লাখ ৫৬ হাজার তিনজন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৯ হাজার ৫৭ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৫২০ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৩১০ জনের।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা