" /> সিলেটে দ্বিতীয় বারের মত চালু হচ্ছে ভ্রাম্যমান ভ্যাট বুথ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন

সিলেটে দ্বিতীয় বারের মত চালু হচ্ছে ভ্রাম্যমান ভ্যাট বুথ

d8f0cab2 15af 419d 8afb 1b93d68469c3 min 1

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
সিলেটে মুল্য সংযোজন কর (মূসক) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির করার জন্য দ্বিতীয় বারের মত চালু হচ্ছে ভ্রাম্যমান ভ্যাট বুথ। আগামীকাল রবিবার ধেকে সিলেটের আবগারী ও ভ্যাট বিভাগ দ্বিতীয় বারের মত চালু হবে। ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করা, ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনিবন্ধিত প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট নিবন্ধন, আমদানিকারক প্রতিষ্ঠানসমূহের মূসক ৪.৩ দাখিলে সহায়তা দেওয়া, অনলাইনে ভ্যাট রিটার্ন, অনলাইনে কর পরিশোধ ও মূসক-৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা দিতে এবং করদাতাদের সুবিধার্থে সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের উদ্যোগে ও সিলেটের আবগারী ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার প্রণয় চাকমার প্রচেষ্ঠায় দেশের পর্যটন নগরী সিলেটের প্রাণকেন্দ্র ছাড়াও বিভিন্ন উপজেলায় দ্বিতীয় বারের মত ভ্রাম্যমান ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সকল ধরনের সেবা দেওয়া হবে। আগামীকাল রবিবার থেকে “ভ্রাম্যমান ভ্যাট বুথ” এ সেবা দেওয়া হবে।
ভ্যাট অফিস কর্তৃপক্ষ জানায়, সিলেট শহর সহ উপজেলা পর্যায়ের প্রত্যেকটি স্থানে ভ্রাম্যমাণ ভ্যাট বুথে সেবা প্রদান করবেন। ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ করবেন।
এ ব্যাপারে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নাই। ভ্রাম্যমান ভ্যাট বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা যাতে ওই ভ্রাম্যমান ভ্যাট বুথে এসে রিটার্ন সাবমিট করেন। আর যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি তাদেরকে নিবন্ধন গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকাটাইমস/১১ মার্চ/এএ

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা