" /> যাত্রাবাড়ীতে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারি আটক – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

যাত্রাবাড়ীতে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারি আটক

51c53d7d 48e1 4080 ba82 34bcc1f89351 min

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলেন- মো. ডালিম হোসেন ও মো. রাশেদুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুইটি মুঠোফোন ও নগদ তিন হাজার ১৪৫ টাকা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে ১৮ লাখ টাকা দামের ৬০ কেজি গাঁজাসহ মো. ডালিম হোসেন ও মো. রাশেদুল ইসলাম নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুইটি মুঠোফোন ও নগদ তিন হাজার ১৪৫ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
ঢাকাটাইমস/১১ মার্চ/এএ

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা