" />
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলেন- মো. ডালিম হোসেন ও মো. রাশেদুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুইটি মুঠোফোন ও নগদ তিন হাজার ১৪৫ টাকা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে ১৮ লাখ টাকা দামের ৬০ কেজি গাঁজাসহ মো. ডালিম হোসেন ও মো. রাশেদুল ইসলাম নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুইটি মুঠোফোন ও নগদ তিন হাজার ১৪৫ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
ঢাকাটাইমস/১১ মার্চ/এএ
এনডিটিভি,এসইই