" /> ঝালকাঠিতে আনসার-ভিডিপি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন

ঝালকাঠিতে আনসার-ভিডিপি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

WhatsApp Image 2023 03 11 at 19.33.54 min

9 / 100

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে স্থানীয় জনগণ ও আনসার-ভিডিপি সদস্যদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ ১১ মার্চ ২০২৩ খ্রি. রোজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঝালকাঠি জেলার সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের বারৈয়ারা গ্রামের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ ও ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় যৌথভাবে এ চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করে। এতে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বরিশাল রেঞ্জ কার্যালয়ের সংযুক্ত একজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। তাদের মধ্যে রয়েছেন শিশু রোগ, গাইনি, সার্জারি, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।

WhatsApp Image 2023 03 11 at 19.33.02 min


বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ এর রেঞ্জ কমান্ডার মোঃ আশারাফুল আলম। এছাড়া বরিশালের জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ, ঝালকাঠির জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর হোসেন সরদার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ এর রেঞ্জ কমান্ডার মোঃ আশরাফুল আলম বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় ভালো চিকিৎসা সেবা পাওয়া দুষ্কর হয়ে পড়ে। সেজন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়। আজকে আমরা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮৫৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হয়েছি। তাদের মধ্যে ৪০৮ জন পুরুষ ও ৩৬৪ জন নারী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।


তিনি আরো বলেন, আমরা সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম গ্রহণ করি। আমরা বেশ আলো সাড়া পেয়েছি। আশা করছি এর মাধ্যমে সাধারণ মানুষ জনের সঙ্গে আমাদের আনসার-ভিডিপি সদস্যরাও উপকৃত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা