" /> অগ্নিকান্ডে চার ভায়ের বসত ঘর সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:৫২ অপরাহ্ন

অগ্নিকান্ডে চার ভায়ের বসত ঘর সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত

102cb45a 7e2c 4394 aafe 60777de13da0 min

8 / 100


ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে চার ভায়ের বসত ঘর সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে। শুক্রবার (১০মার্চ) রাত্রী আনুমানিক ৩:৩০ সময় উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়র্ডের কামাত আঙ্গারীয়া ছড়ার পাড় এলাকায় এ অগ্নিকান্ড ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, কামাত আঙ্গারীয়া এলাকার মৃত বরে মামুদের ছেলে শাহ আলমের শহ চার ছেলের বাড়ি পুরে ভুস্মিভুত হয়েছে। এতে বসত বাড়ির আটটি ঘর, আসবাব পত্র, ৮০ মন ধান, ছয়টি গরু,নগত ২৫০০০/- টাকা সহ প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো জানা যায় ছয়টি গরুর মধ্যে বতর্মানে চারটি আশঙ্কা জনক ও দুই টি গরু রাত্রেই জবাই করা হয়।
বাড়ির মালিক শাহ আলম অগ্নিদগ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি আছেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য আঃ লতিফ ঘটনা সত‍্যতা নিশ্চিত করে জানান গোয়াল ঘরের কোয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা