" /> সাকিবদের নিয়ে আশাবাদী মাশরাফী, উচ্ছ্বসিত তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জেসমিনের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ চাইল আসক নূরে আলম সিদ্দিকী:ছাত্র রাজনীতির ঐতিহাসিক নায়ক :.আ স ম রব দক্ষিণখান থানা বিএনপির ইফতার মাহফিল কেসি কনভেনশনে নয় দক্ষিণখানের মোল্লাবাড়ি বালুরমাঠ এলাকায় অনুষ্ঠিত হয়েছে হিরো আলমের হয়ে মামুনুর রশীদকে জবাব দিলেন ওমর সানী মেসির রেকর্ডের দিনে আর্জেন্টিনার গোল উৎসব পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা ‘বিপজ্জনক’: বাইডেন নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ রাশিয়া-ইরান অংশীদারিত্ব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র পতাকা ছাড়া অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটরা সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশীর সংখ্যা বেড়ে ১৩

সাকিবদের নিয়ে আশাবাদী মাশরাফী, উচ্ছ্বসিত তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ

733225 128

এনডিটিভি অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অবদান অস্বীকার করার উপায় নেই। যদি বলা হয় সেই পাঁচটা খুঁটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট, তবুও ভুল ধরার কেউ নেই। তবে যুগের সাথে পাল্লা দিতে, দেশের স্বার্থে, দেশের ক্রিকেটের স্বার্থে টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের অবস্থানটা বহুমুখী।

সময়ের ব্যবধানে সাকিব আল হাসান যখন টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন, মাশরাফী বিন মর্তুজা তার অর্ধযুগ আগেই টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। বছর খানেক হলো বিদায় বলেছেন মুশফিকুর রহিম আর তামিম ইকবালও। তবে দল থেকে বাদ পড়েও দলে ফেরার লড়াই এখনো চালিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো ঠিকমতো নিজেদের মানিয়ে নিতে পারেনি টাইগাররা। বড় আসরে ভরাডুবিই নিত্যকার সাথী। তবে সাকিবের নেতৃত্বে নিজেদের পায়ের মাটি শক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ, চট্টগ্রামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর সেই আশার পালে লেগেছে হাওয়া। যা উচ্ছ্বসিত করেছে অন্য সবার মতো দলের বাহিরে থাকা পঞ্চপাণ্ডবের চারজনকেও।

ম্যাচ শেষে সাকিবের নেতৃত্বাধীন এই দলকে দিয়ে দারুণ কিছু হবে বলে দাবি করে নিজের ফেসবুকে মাশরাফী বিন মর্তুজা লেখেন, ‘এই দলটা হারুক- জিতুক, সবারই উচিত তাদেরকে ব্যাক করা। তরুনদের নিয়ে এই টি-টোয়েন্টি দলটা কিছু দিন একসাথে খেলতে পারলে দারুন কিছু হবে, বলে মনে হয় আমার। অভিনন্দন বাংলাদেশ।’

অবশ্য মাশরাফীর মতো করে না বললেও দলের আনন্দ প্রকাশ করেছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহও। তামিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘অভিনন্দন ছেলেরা, দূঃসাহসী জয়।’ মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে বড় জয়। ইনশাআল্লাহ আরো অনেকবার হবে।’ আর মাহমুদউল্লাহ তার পেইজে জয়ের খবর লিখে বলেন, ‘সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। অভিনন্দন বাঘের দল।’

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা