" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। শের-ই-বাংলা আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১২ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। যেখানে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে মাঠে বসে উপভোগ করা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড মধ্যকার শেষ দুটি ম্যাচ।
শুক্রবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য প্রকাশ করে বিসিবি। যেখানে জানানো হয় শেষ দুই ম্যাচের আগাম টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকেট কাউন্টারে। আর ম্যাচের দিন পাওয়া যাবে স্টেডিয়ামের এক নাম্বার গেটের পাশে অবস্থিত টিকেট বুথে।
মোট পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবারের টিকিট মূল্য, গ্র্যান্ড স্ট্যান্ডে এক হাজার ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডে এক হাজার টাকা, ক্লাব হাউজে ৫০০ টাকা, নর্থ/সাউথ স্ট্যান্ডে ৩০০ টাকা আর ইস্টার্ন স্ট্যান্ডে ২০০ টাকা।
এনডিটিভি,এসইই