" /> মহিউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

মহিউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ

733208 132

4 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। কোভিড-১৯ মহামারীর সময় সরকারি চুক্তি করার সময় তিনি দুর্নীতি করেছেন বলে অভিযোগে বলা হয়।

মহিউদ্দিন ২০২০ সালের মার্চ থেকে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় দেশটিতে করোনার মহামারী ভয়াবহভাবে বিস্তার লাভ করে।

আজ শুক্রবার কুয়ালামপুরের একটি আদালতে হাজির করা হলে মহিউদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি ইতোপূর্বে বলেছিলেন যে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত হচ্ছে।

অর্থপাচারের অভিযোগ প্রমাণিত হলে বর্ষীয়ান এই রাজনীতিকে ১৫ বছর কারাভোগ করতে হতে পারে। আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে তার আরো ২০ বছর কারাদণ্ড হবে। তাকে জরিমানাও করা হতে পারে।

মহিউদ্দিন দুই মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিতে (চার লাখ ৪২ হাজার ৬৭৪ মার্কিন ডলার) জামিন পান। তাছাড়া তাকে পাসপোর্ট জমা দিতে বলা হয়।

সূত্র : আল জাজিরা

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা