" /> এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু

733216 186

8 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

শিক্ষাবর্ষ ২০২২-২৩-এর এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রে শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে ২০ হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে বেলা ১১ টা পর্যন্ত।

এদিন সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্র প্রবেশ করা শুরু করেন পরীক্ষার্থী। বাইরে তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন। ঘড়ি, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।

সংশ্লিষ্টরা জানান, এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিক্যাল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলো হলো- কলা ভবনে ৩ হাজার ৪৮৭ জন, লেকচার থিয়েটার ভবনে ৪ শত ৪৩ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪ হাজার ২৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ২ হাজার ৭০০, মোকাররম ভবনে ২ হাজার ৩৩৬ জন, গণিত ভবনে ১ হাজার২৬১, মোতাহার হোসেন ভবনে ১ হাজার ৩৪০ জন, উদয়ন স্কুলে ১ হাজার ৭৬০ জন এবং বেগম বদরুন্নেছা কলেজে ২ হাজার ৬৪৮ জনের আসন রাখা হয়েছে।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা