" /> আফগানিস্তানের পুনরাবৃত্তি নয়! সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারে বাইডেনকে ‘না’ কংগ্রেসের – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

আফগানিস্তানের পুনরাবৃত্তি নয়! সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারে বাইডেনকে ‘না’ কংগ্রেসের

733203 141

এনডিটিভি অনলাইন ডেস্ক

আফগানিস্তানের ঘটনার আপাতত পুনরাবৃত্তি হচ্ছে না সিরিয়ায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পশ্চিম এশিয়ার ওই গৃহযুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে চাইলেও তাতে বাধ সেধেছে ওই দেশের আইনসভা।

সিরিয়ায় উগ্রবাদী সংগঠন আইএসের বিরুদ্ধে অভিযানের জন্য মোতায়েন বাহিনী থেকে ৯০০ সেনাকে ফেরত আনার জন্য উদ্যোগী হয়েছিল বাইডেন সরকার। কিন্তু বুধবার আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ভোটাভুটির মাধ্যমে সরকারের ওই প্রস্তাব খারিজ হয়েছে।

সিরিয়া থেকে সৈন্য ফিরিয়ে নেয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্ট গায়েৎজের আনা প্রস্তাব সমর্থন করেছেন ৩২১ জন। বিপক্ষে পড়েছে ১০৩টি ভোট। তাৎপর্যপূর্ণভাবে বিরোধী রিপাবলিকানদের পাশাপাশি বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টিরও একাধিক সদস্য মার্টের প্রস্তাব সমর্থন করেছেন।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ারে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদত দিতে শুরু করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তী সময়ে আইএস উগ্রবাদীদের মোকাবিলায় পূর্ব সিরিয়ার ডেইর আজ-জাওয়ার প্রদেশ এবং উত্তর-পূর্বের হাসাকাসহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করেছিল পেন্টাগন। ২০২১ সালে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পরে সিরিয়া থেকেও বেশ কয়েকটি ঘাঁটি সরিয়ে নিয়েছিল বাইডেন সরকার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা