" /> মোদি-অ্যলবানিজ নয়, টস করলেন ভারত-অস্ট্রেলিয়ার অধিনায়করাই – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন

মোদি-অ্যলবানিজ নয়, টস করলেন ভারত-অস্ট্রেলিয়ার অধিনায়করাই

732951 16

4 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

আহমদাবাদে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ নিয়ে বড় চমক ছিল বলে মনে হচ্ছিল। অনেকের মনে হচ্ছিল, নরেন্দ্র মোদির নামে নির্মিত নতুন স্টেডিয়ামে টস করতে নামবেন ভারতের প্রধানমন্ত্রী এবং দেশটি সফরে আসা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। কিন্তু না তা হয়নি। বরং চিরাচরিত নিয়মে দুই দেশের অধিনায়করাই টস করেন।

তবে টসের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টুপি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

আহমদাবাদে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শেষ টেস্টে টস জিতেছে অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামছে। ভারত সিরাজকে বিশ্রাম দিয়ে দলে ফেরায় মোহম্মদ শামিকে।

নাগপুর ও দিল্লির প্রথম ২টি টেস্টে জয় তুলে নিয়ে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এগিয়ে যায় ভারত। পরে ইন্দোরের তৃতীয় টেস্ট জিতে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। এই অবস্থায় আমদাবাদের চতুর্থ তথা শেষ টেস্টটি উভয় দলের কাছে বাড়তি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভারত শেষ টেস্ট জিতে সিরিজের দখল নিতে মরিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর। এখন দেখার যে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ হাসি হাসে কারা।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
উসমান খাজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্যাথিউ কুনম্যান।

ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মোহম্মদ শামি।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা