" /> “পারিবারিক সচেতনতাই পারে নারী পুরুষের বৈষম্য দূর করতে ” – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

“পারিবারিক সচেতনতাই পারে নারী পুরুষের বৈষম্য দূর করতে ”

d8f0cab2 15af 419d 8afb 1b93d68469c3 min

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেছেন, পারিবারিক সচেতনতাই পারে নারী পুরুষের বৈষম্য দূর করতে। তিনি বলেন, গৃহস্থলির কাজ থেকে শুরু করে স্বামীর সেবা, সন্তারদের লালন পালন, পড়াশুনা,পরিচর্যা, স্কুলে নিয়ে যাওয়া সহ নিজ নিজ কর্ম ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বৃহস্পতিবার সিআইডির সদর দপ্তরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একপি সভার আয়োজন করে সিআইডি। এতে সভাপত্বি করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি (সাইবার এনালাইসিস এন্ড ডেভলপমেন্ট সিপিসি) রুমানা আক্তার ।
সিআইডি প্রধান বলেন, ১৯৭৪ সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে। কিন্ত আমাদের মনে রাখতে হবে নারী দিবসটি যেন উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। প্রান্তিক,সুবিধা বঞ্চিত, অবহেলিত গ্রামীণ নারীদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে গবেষণা করতে হবে। নারী অধিকার নিয়ে পরিবার থেকেই আমাদের সকলকে সচেতন হতে হবে।
সভায় মোহাম্মদ আলী মিয়া পৃথিবীর অন্যান্য আধুনিক রাষ্ট্রের মতো সিআইডিতেও শুধু মাত্র নারীদের জন্য বিশেষায়ীত সেল গঠনের কথা ব্যক্ত করেন এবং বিশে^র সকল মা-বোনদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করে তাঁর বক্তব্য শেষ করেন।
অলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিআইডির (ডিআইজি এইচআরএম) মো. মাইনুল হাসান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) কুসুম দেওয়ান, অতিরিক্ত ডিআইজি ( সাইবার ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সিপিসি) সৈয়দা জান্নাত আরা, সহকারী রাসায়নিক পরীক্ষক (কেমিক্যাল ল্যাব, রাজশাহী) মোছা. মিন্নাতুয়ারা খাতুন, এলআইসি শাখার পরিদর্শক রুজি-আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপার সহ সিআইডির অন্যান্য কর্মকর্তারা এবং জুমের মাধ্যমে অন্যান্য জেলা ইউনিট।
ঢাকাটাইমস/০৯ মার্চ/এএ
এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা