" /> আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন

আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল

image 82051 1678381298

এনডিটিভি অনলাইন ডেস্ক

ঢাকা, ৯ মার্চ, ২০২৩ (বাসস) : উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের কনিষ্ঠ পুত্র আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির একমাত্র ছোট ভাই এবং কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম্স (সিএনএস) লিমিটেডের সাবেক চেয়ারম্যান মরহুম আরিফুল হক (রনি) এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১০ মার্চ শুক্রবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামীকাল ১০ মার্চ শুক্রবার বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদ (ডিওএইচএস পরিষদের বিপরীতে), রোড নং ০৬, ডিওএইচএস, মিরপুর, ঢাকা ঠিকানায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য আইনমন্ত্রীর পরিবার ও সিএনএস লিমিটেড-এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
দোয়া মাহফিলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি উপস্থিত থাকবেন।
উল্লেখ্য আরিফুল হক রনি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা