" /> মালয়েশিয়ায় বন্যা : নিহত ৫, বাস্তুচ্যুত ৪৩ হাজার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় বন্যা : নিহত ৫, বাস্তুচ্যুত ৪৩ হাজার

732710 191

এনডিটিভি অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় বন্যায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। সর্বশেষ এক তরুণীর লাশ একটি প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করেছে, যেটি বন্যার পানিতে ভেসে যাচ্ছিল। এটি এই মৌসুমি বন্যায় পঞ্চম মৃত্যু। বন্যায় এখন পর্যন্ত ৪৩ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে।

সোমবার দেশটির পুলিশ এক বিবৃতিতে বলেছে, ২৩ বছরের এক নারী নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হয়েছিল। দিনের শুরুতে দক্ষিণ জোহর রাজ্যের একটি প্লাবিত রাস্তায় কাজ করার জন্য গাড়ি চালাচ্ছিল। তখন তার গাড়িটি ভেসে যায়। এরপর উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা পরে গাড়িটি উদ্ধার করে এবং তার লাশ খুঁজে পায়।

এর আগে বন্যার পানি থেকে উদ্ধারকারীরা একইভাবে জোহরের একটি পাম বাগানে কাজ করার জন্য গাড়ি চালানো এক ব্যক্তির গাড়ি উদ্ধার করে। গাড়িটির ভেতরে তার লাশ পাওয়া যায়। এছাড়াও তিন বৃদ্ধের মৃত্যু হয়েছে বন্যার পানিতে ডুবে।

সিঙ্গাপুরের সীমান্তবর্তী রাজ্য জোহরে ৪০ লাখ মানুষ বাস করে, যা মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজ্য। বেশি ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে স্কুল ও কমিউনিটি সেন্টারে। কয়েকদিন আগে সরিয়ে নেয়া মানুষের সংখ্যা ৫০ হাজারের বেশি

বোর্নিও দ্বীপের প্রত্যন্ত অঞ্চলসহ আরো বেশ কয়েকটি রাজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জোহরে বন্যা দুর্গতদের সাথে দেখা করেছেন এবং রাজ্যে বন্যা প্রশমন প্রকল্পগুলোকে গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি এক টুইট পোস্টে বলেছেন, ‘এ বিষয়টিকে বিলম্বিত করা যাবে না। আরো গুরুত্ব সহকারে মোকাবিলা করা উচিত, যাতে (বন্যা) আবার না ঘটে।’

আবহাওয়া অধিদফতর বলেছে যে নভেম্বরে শুরু হওয়া বার্ষিক বর্ষা মৌসুমে দেশটি ভারী বৃষ্টির ষষ্ঠ পর্বের মুখোমুখী হয়েছে। এর আগে ডিসেম্বরে, বন্যার কারণে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল।

পুলিশের পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে যে রাস্তা ও বাড়িঘর কর্দমাক্ত পানির নিচে অদৃশ্য হয়ে গেছে, যেখানে কেবল ছাদ দেখা যাচ্ছে।

জোহরের কিছু অংশ ও বোর্নিওতে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মঙ্গলবার আরো বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে, যা আরো আকস্মিক বন্যার কারণ হতে পারে। দেশব্যাপী ১২টিরও বেশি নদীর পানি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা