" /> মারিওর রেকর্ড গড়া ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেনফিকা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

মারিওর রেকর্ড গড়া ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেনফিকা

image 81832 1678271850

এনডিটিভি অনলাইন ডেস্ক

লন্ডন, ৮ মার্চ ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : সহজেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন পর্তুগালের ক্লঅব বেনফিকা।
গতরাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকা ৫-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রাগাকে। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিলো বেনফিকা। তাই দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করলো পর্তুগাল ক্লাবটি।
নিজেদের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিলো বেনফিকা। গোল দু’টি করেন রাফা ও গনসালো রামোস। দ্বিতীয়ার্ধে দলের হয়ে তৃতীয় গোলটিও করেন রামোস।
৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেকর্ড বইয়ে নাম তুলেন হোয়াও মারিও। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা পাঁচ ম্যাচে গোল করে ৫৯ বছরের পুরনো রেকর্ড গড়লেন মারিও। ১৯৬৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোল করেছিলেন পর্তুগালের প্রয়াত কিংবদন্তি ফুটবলার ইউসেবিও।
মারিওর গোলের পর ৭৭ মিনিটে ব্রাগার জালে পঞ্চমবারের মত বল পাঠান ডেভিড নেরেস। ৮৭ মিনিটে ব্রাগার পক্ষে ১টি গোল পরিশোধ করেন বিয়র্ন মেইজার। শেষ পর্যন্ত বড় জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বেনফিকা।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা