" /> বালিয়াডাঙ্গীতে মন্দিরের পাশে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে মন্দিরের পাশে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

e93aa3c2 c515 4009 a689 fcede61be40f min

8 / 100

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক কালি মন্দিরের পাশে কাঁঠাল গাছের ডাল থেকে বেলা রাণী (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ মার্চ) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ভোটপাড়া কালী মন্দিরের পাশে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ওই গ্রামের কৃপণ সিংহের স্ত্রী ও পাড়িয়া ইউনিয়নের সোলাবন্দর গ্রামের সাধু যিশু রামের মেয়ে।

নিহত বেলা রাণীর স্বামী কৃপণ সিংহ বলেন, মঙ্গলবার রাতে দোল পূজার গান শুনে আমি আর আমার স্ত্রী বাড়ি এসে শুয়ে পড়ি। পরে কখন ঘর থেকে বের হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলতে পারি না। তবে আগে থেকেই সে পূর্ণিমা ও অমাবস্যা সময় কেমন জানি অস্বাভাবিক আচরণ করতো। হয়ত আজকেও সেটার কারণে এ ঘটনা ঘটিয়েছে।

প্রতিবেশি চম্পা রাণী বলেন, নিহত গৃহবধূ আমার বৌদি হয়। পূর্ণিমা ও অমাবস্যা সময় সে উল্টাপাল্টা কথা বলে, অস্বাভাবিক আচরণ করে। এবং অনেক সময় ঘর থেকে বের হয়ে যায়।

নিহত বেলা রাণীর বাবা সাধু যিশু রাম বলেন,আমার মেয়েকে হয়তো কালো বাতাস লাগেছিল। এ ঘটনায় আমার কোন অভিযোগ নেই।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা