" /> বগুড়ায় আর্ন্তজাতিক নারী দিবসউপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বগুড়ায় আর্ন্তজাতিক নারী দিবস
উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

10782943 7d2e 420e b4e5 d0ad21bdf41c


বগুড়া প্রতিনিধি:
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই স্লোগান কে প্রতিপাদ্য করে বগুড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ বুধবার বেলা ১১টার দিকে শেরপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনের এক শোভাযাত্রা বের হয়।
পরে উপজেলার বিআরডিবি ভবনের হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আলহাজ¦ গোলাম ফারুক, সহ সভাপতি আলহাজ¦ মুন্সি সাইফুল বারি ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, জেলা মহিলালীগ নেতা শিল্পী রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিন বেলা ১২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এ সময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানার খাতুন, তথ্য আপা রুমানা আক্তার, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন শিবলীসহ মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

61941ee0 da7f 456d 9830 2c24e826661c

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা