" /> নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:৫০ অপরাহ্ন

নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

negative space fire burn flame hot thumb 1

4 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে ঘরে আগুন লেগে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন বাবাও।

মঙ্গলবার রাতে উপজেলার খোকসা গ্রামে অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা সোমা আক্তার এবং তার দুই শিশু সন্তান ওমিয়া (১০) এবং ওমর (৫)। অন্যদিকে আহত অলি বখশকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, রাত সাড়ে ৯টার দিকে খোকসা গ্রামের বাসচালক ওলি বখশ তার স্ত্রী সোমা আক্তার, মেয়ে ওমিয়া এবং ছেলে ওমরকে সাথে নিয়ে নিজেদের টিনশেড ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পুরো ঘরে আগুন লেগে যায়। এতে ঘরের ভেতরেই পুড়ে ওই তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় অলিকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব।

সূত্র : ইউএনবি

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা