" /> গুলিস্তানে বিস্ফোরণ : হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন

গুলিস্তানে বিস্ফোরণ : হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা

732708 131

8 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তানের কাছে পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের স্বজনদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মুমিনুর রহমান।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে তিনি এ ঘোষণা করেন।

মোহাম্মদ মুমিনুর রহমান বলেন, আপাতত নিহতের স্বজনদের ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের ২৫ হাজার টাকা আর অল্প আহতদের ১৫ হাজার টাকা করে দেয়া হবে।

তিনি জানান যে আহতদের চিকিৎসা, খাবার থেকে শুরু করে সব ধরনের সহায়তা জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হবে। হাসপাতালের জরুরি বিভাগে বুথ করে এই সহায়তা দেয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। আহত অবস্থায় শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা