" /> করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:০৫ পূর্বাহ্ন

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

732711 142

4 / 100

এনডিটিভি অনলাইন ডেস্ক

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ২৮ হাজার ৬১৬ জন। মারা গেছে এক হাজার ৪৪ জন মানুষ।

গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ৭৬ হাজার ৫৫৮। মারা গিয়েছিল ৪৩৩ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি আট লাখ ৮৩ হাজার ১৬১ জনে। মোট মৃতের সংখ্যা ৬৮ লাখ ছয় হাজার ৭২৮ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ৫৩৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৫৪ লাখ ৪১ হাজার ৯৪৯ জন। মোট মৃত্যুর হয়েছে ১১ লাখ ৪৭ হাজার ২১৭ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৩৬৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৭৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ১১২ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৭৩ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮২ লাখ ২১ হাজার ৬৬৩ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৮ হাজার ৫৮৩ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৫৩ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৯ হাজার ২৭৬ জনের।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা