" /> আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আওয়ামী লীগ প্রতিনিধি দল – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৪০ অপরাহ্ন

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আওয়ামী লীগ প্রতিনিধি দল

image 81845 1678274480

এনডিটিভি অনলাইন ডেস্ক

ঢাকা, ৮ মার্চ, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল গুলিস্থানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আহত রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে গিয়েছিলেন ।
আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতারা বার্ন ইনস্টিটিউটে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের স্বজন দেরে সাথে কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোগীদের দেখতে এসেছি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগিতা দেয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। আওয়ামী লীগ তাদের পাশে থাকবে বলেও জানান তিনি।
বিস্ফোরণগুলো ঘটছে এতে সরকার সন্দেহ করছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের অবশ্যই সন্দেহ হচ্ছে। কারণ পরপর কয়েকটি ঘটনা। একটি ঘটনা হলে দুর্ঘটনা হিসেবে মনে করা যেত। কিন্তু পরপর একই ধরনের ঘটনা ঘটেছে। অতএব এটা অত্যন্ত সন্দেহের মধ্যে আছে।
এ সময়ে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা