" /> শেরেবাংলা নগরের তিন হাসপাতালে দালাল বিরোধী অভিযান, নয়জনের বিভিন্ন মেয়াদি দন্ড – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন

শেরেবাংলা নগরের তিন হাসপাতালে দালাল বিরোধী অভিযান, নয়জনের বিভিন্ন মেয়াদি দন্ড

0c4f098c 2241 4f9c 92fd 0365779c3487

5 / 100

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযানে নয়জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে র‌্যাব-২ এর একটি দল র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসানের পরিচালনায় রাজধানীর শেরেবাংলা নগর এ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান চালাল। অভিযানে ভ্রাম্যমান আদালত দালাল চক্রের নয়জন‘কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেন। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় র‌্যাব-২।
র‌্যাবের ভাষ্য, হাসপাতালে সেবা প্রত্যাশী রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রুত ও ভাল সেবা দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করত। অল্প সময়ে ডাক্তারি সেবা দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আবার কখনো কখনো অনেক হয়রানির পর সেবা দেওয়া হয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। ওই বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। এসব সতর্কীকরণ পদক্ষেপ নেওয়ার পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ হয়নি।
ঢাকাটাইমস/০৭ মার্চ/এএ

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা