" />
ব্যুরো ব্যুরোঃ
নয়া প্রাইভেট কার কেনার জন্য ৩০ লাখ টাকা যৌতুক দাবি করে না পাওয়ায় চিকিৎসক স্ত্রী ডা, হৃদিতা সরকারকে অমানুষিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে হাইকোট থেকে ৪ সপ্তাহের জামিনের কাগজ দাখিল করেছেন আসামী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেবাংসু কুমার সরকার। গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ১ এর বিচারক মোস্তফা কামালের আদালতে হাজির হয়েছিলেন ওই ম্যাজিষ্ট্রেট।
রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ এপিপি হুমায়ুন রশীদ চৌধুরী এ্যাডভোকেট জানান রংপুরের আদালতে আসামী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত থাকা কালে (বর্তমানে ঠাকুরগায়ে কর্মরত) দেবাংসু সরকার তার চিকিৎসক স্ত্রী ডা, হৃদিতা সরকারকে নতুন প্রাইভেট কার কিনে দেবার জন্য যৌতুক দাবি করে আসছিলো। টাকা না দেয়ায় তাকে অমানুষিক নির্যাতন করে গুরতর আহত করে। এ ঘটনায় চিকিৎসক স্ত্রী হৃদিতা সরকার নিজেই বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করে। ওই মামলায় বিজ্ঞ বিচারক আসামী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেবাংসু সরকার ও তারে বাবা সুধাংসু কুমারের নামে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন। পরে দুই আসামী হাইকোর্টে হাজির হয়ে চার সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন লাভ করেন। গতকাল মঙ্গলবার দুই আসামী রংপুরের নারী ও শিশু নির্যাতন আদালত ১ এর বিচারকের কাছে হাজির হয়ে হাইকোর্টের আদেশ নামা জমা দেন। আদালত তার জামিনের আদেশ গ্রহন করেন।
এপিপি জানান হাইকোর্টের দেয়া চার সপ্তাহের জামিন অতিবাহিত হবার পর তাকে অবশ্যই এই আদালতে হাজির হতে হবে। এই মামলায় আসামীর সাজাও হবে এবং চাকুরীও যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ### ৭.৩.২৩
এনডিটিভি,এসইই