" /> বেতার ভবনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মৃতিসংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে: উপাচার্য – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

বেতার ভবনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মৃতি
সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে: উপাচার্য

72caaf26 d9b6 482b 9bd8 f1eda1a04cd4

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল রাজধানীর শাহবাগের পুরাতন বাংলাদেশ বেতার ভবনে পুষ্পস্তবক অপর্ণ, বিএসএমএমইউর বি ব্লকের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে শাহবাগের পুরাতন বেতার ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অপর্ণ করেন বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

ঐতিহাসিক এই কর্মসূচীপালনের সময় বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়ে মহান স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যার ফল শ্রুতিতে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বেতার, শাহবাগের সম্প্রচার ভবন ১৯৬০ সালে স্থাপিত হয়। এটি দেশের প্রথম এবং প্রাচীনতম পুর্ণাঙ্গ ব্রডকাস্টিং হাউজ। এই সম্প্রচার ভবন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহকরূপে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এই ভবনের নীচ তলায় আঞ্চলিক প্রকৌশলীর দপ্তর, বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের অবস্থান। এই কেন্দ্রটি পুরাতন প্রচার ভবন নামে পরিচিত। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ সরাসরি সম্প্রচারে তদানীন্তন পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে এই কেন্দ্রের সকল সম্প্রচার কার্যক্রম বেতার কর্মীরা বন্ধ করে দেন। আর তাঁদের আন্তরিক প্রচেষ্টায় পরের দিন ৮ মার্চ সকালে এখান থেকে ঐতিহাসিক ভাষণটি প্রচারিত হয়। স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কেন্দ্রের ১ নম্বর ষ্টুডিও থেকে জাতির উদ্দেশ্যে প্রথম সরাসরি ভাষণ দেন। এই পুরাতন বেতার ভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসএমএমইউর চিকিৎসাসেবার পরিধি বিস্তৃত করতে এই ভবনটি অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। পুরাতন বেতার ভবনের যে কক্ষ হতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারিত হয়েছে তা সংরক্ষণ করে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।
বিএসএমএমইউর উপাচার্য তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে বিএসএমএমইউর বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকেরা, চিকিৎসকেরা, , ছাত্রছাত্রীরা, , কর্মকর্তারা, , নার্সরা ও কর্মচারীরা পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মহতি এই আয়োজনে বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা) একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, ডিন মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডিন মোহাম্মদ হোসেন, ডিন মাসুদা বেগম, ডিন শিরিন তরফদার, ডিন দেবতোষ পাল, রেজিস্ট্রার স্বপন কুমার তপাদার, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবু নাসার রিজভী অংশ নেন। বঙ্গবন্ধুর মুর‌্যালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ শাখার পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

ঢাকাটাইমস/০৭ মার্চ/এএ

এনডিটিভি,এসইই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা