" />
এনডিটিভি অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার বলেছেন, রুশ সৈন্যরা যদি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়, তাহলে তা সংঘাতের চূড়ান্ত পরিবর্তনের প্রতিনিধিত্ব করবে না।
জর্ডান সফরকালে অস্টিন সাংবাদিকদের বলেন, আমি মনে করি এর কৌশলগত ও অপারেশনাল মূল্যের চেয়ে প্রতীকী গুরুত্ব বেশি।
ডনেৎস্ক প্রদেশের ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার চাপের বিপরীতে কয়েক মাস ধরে তীব্র লড়াই চলছে।
সোমবার অস্টিন বলেন, শহরের পশ্চিমে ইউক্রেনের সেনা অবস্থান সরিয়ে নেবার সিদ্ধান্তকে তিনি ইউক্রেনের জন্য কৌশলগত ধাক্কা হিসেবে দেখেন না।
সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে নতুন রুশ হামলার খবর দিয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, তাদের বাহিনী ১৫টি ড্রোনের মধ্যে ১৩টি ভূপাতিত করেছে।
রাশিয়া শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এদিকে রাশিয়া জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, সোমবার দক্ষিণ ইউক্রেনে রুশ সেনা ও একটি চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শোইগুর মারিওপোল সফরের মধ্যে রয়েছে শহরটি পরিদর্শন। তবে কবে এই সফর হলো, সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি।
সূত্র : ভয়েস অফ আমেরিকা
এনডিটিভি,এসইই